পুরনো বাড়িঘর, কল-কারখানা সবই আছে। শুধু নেই কোন স্থায়ী বাসিন্দা। প্রায় চার দশক ধরে এভাবেই জনশূন্য হয়ে পড়ে রয়েছে, জাপানের হাশিমা দ্বীপ। এই অঞ্চলে অসংখ্য কয়লাখনি থাকার সুবাদেই গড়ে উঠেছিল বহু কারখানা। কর্মচারীদের জন্য তৈরি হয়েছিল আবাসনও। কিন্তু কয়লার বদলে খনিজ তেলের ব্যবহার বাড়তে থাকায় সমস্ত কারখানা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে।
তারপরেই ১৯৭৪ সালে কয়লা উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয় নাগাশাকি সরকার। কার্যত নাগরিকহীন ও জনশূন্য হয়ে পড়ে হাশিমা দ্বীপ। তবে স্থায়ী বাসিন্দা না থাকলেও বর্তমানে হাশিমা দ্বীপে রয়েছে বহু হোটেল ও রিসর্ট। সেখানেই বছরোর বিভিন্ন সময়ে ভিড় জমান পর্যটকরা। তবে নেই কোনও স্থায়ী বাসিন্দা।