করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। সাধারণ দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ফের খুলে দেওয়া হল গর্ভগৃহের দরজা। কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের নির্দিষ্ট সময়ে যথাযথ কোভিড বিধি মেনে দর্শনার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারবেন।
কালীঘাট মন্দির সূত্রে খবর, ভোর ৬টা থেকে বেলা ১টা ও বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভক্তরা গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাবেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দীর্ঘদিন পরে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত স্বভাবতই খুশি ভক্তরা।