
পুরসভার কোষাগারে আর্থিক সংকট। এবার তাই অবসরপ্রাপ্ত পুর কর্মীদের পেনশন বন্ধ করার সিদ্ধান্ত নিলেন মেয়র ফিরহাদ হাকিম।
যদিও অবসরপ্রাপ্ত সব কর্মীর ওপর এই আর্থিক কোপ পড়েনি। পুরসভা সূত্রে খবর, যাঁরা ২০২১ সালে, সেপ্টেম্বর মাসের আগে অবসর নিয়েছেন, তাঁদের পেনশন বহাল থাকবে আগের মতোই। তবে যাঁরা ২০২১ সালের সেপ্টেম্বর বা তার পরে অবসর গ্রহণ করেছেন, তাঁদের পেনশন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। রীতিমতো লিখিত বিজ্ঞপ্তি জারি করে পেনশন বন্ধের ঘোষণা করলেন মেয়র।