
এবার ওয়েব সিরিজে দেখা যাবে মাধুরী দিক্ষিতকে। বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করার কথা জানিয়েছেন ধক ধক গার্ল। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর ওয়েব সিরিজ।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। পোস্টারটি তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর। মাধুরী লিখেছেন, “ওর দুনিয়া অদ্ভূত ধরনের। ওর কাহিনীও অজানা। কিন্তু এবার ও দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে। ‘দ্য ফেম গেম’ সিরিজটি প্রিমিয়র হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে।”
ইতিমধ্যেই অভিনেত্রীর এই পোস্ট ভেসেছে লাইক, কমেন্ট, শুভেচ্ছার বন্যায়। ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজটিতে মাধুরী দীক্ষিত ছাড়াও দেখা যাবে সঞ্জয় কপূর, মানব কৌলস, লক্ষবীর সরন, সুহাসিনী মুলে, মুসকান জাফরির মতো অভিনেতাদের।