Sambad Samakal

Medinipur: পশ্চিম মেদিনীপুরের ‘রানির গড়ে’র মুকুটে নয়া পালক!

Jan 27, 2022 @ 7:29 am
Medinipur: পশ্চিম মেদিনীপুরের ‘রানির গড়ে’র মুকুটে নয়া পালক!

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ নিয়ে নাকি শক্তিশালী রাজ্য তৈরি করেছিলেন মহাভারতের কর্ণ। আর সেই রাজ্যের রাজধানী ছিল পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়। লোকমুখে এমনটাই শোনা গিয়েছে এতদিন। মহাভারতের কোনও সাক্ষ্য না পাওয়া গেলেও, এখানেই যে চূয়াড় বিদ্রোহের রানি শিরোমণির দূর্গ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মহাবিদ্রোহের পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নিদর্শন ছিল এই চূয়াড় বিদ্রোহ। ভাঙাচোরা হলেও এখনও টিকে আছে রানির দুর্গটির ধ্বংসাবশেষ।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবার এই দুর্গটিকে সংরক্ষিত স্থাপত্যের স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে বলে খবর। এর ফলে আগামী দিনে কর্ণগড়ের ইতিহাস বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এমনকী, কর্ণগড়কে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের পর্যটন শিল্পেরও বিকাশ সম্ভব হবে। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের ‘রানির গড়ে’র মুকুটে জুড়তে চলেছে নয়া পালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *