বৃষ্টির পূর্বাভাস কমলেও মূলত মেঘলা থাকছে কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার দাপটে উত্তুরে হাওয়ার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে বৃহস্পতিবার কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই। তবে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রার পারদ কিছুটা নামতে চলেছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।