সাতসকালে শহরের রাস্তায় ফের বেপরোয়া গতির বলি হলেন ১ জন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে পাটুলির দিকে যাচ্ছিল একটি গাড়ি। পাটুলি থানা এলাকায় বৈষ্ণবঘাটায় একটি দাঁড়িয়ে থাকা বাসের পেছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। গতি মাত্রাতিরিক্ত থাকায় কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় মানুষ ও উপস্থিত পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। আরও ৪ জন আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির গতি অনেকটা বেশি থাকাতেই নিয়ন্ত্রণ রাখতে পারেন নি চালক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছেন ট্রাফিক পুলিশের কর্তারা। দুর্ঘটনার জেরে পাটুলি বাইপাসে বেশ কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়।