বর্তমানে ভারতের ডিজিটাল মার্কেটের অনেকটাই দখল করে রেখেছে রিলায়েন্স জিও। তবে তাকে টেক্কা দিতে তৈরি হচ্ছে অনেক কোম্পানিই। বাজারে সবথেকে সস্তা স্মার্টফোন আনার প্রতিশ্রুতি দিয়েছিল জিও। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে গাঁটছড়া বাঁধতে চলেছে ভারতী এয়ারটেল ও গুগল। জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে গুগল ও এয়ারটেল। ১ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় সারে সাত হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে গুগল।
এয়ারটেলের সঙ্গে যৌথ ভাবে সস্তার স্মার্টফোন বাজারে আনতে পারে গুগল। এছাড়াও ৫জি পরিষেবা ব্যবহার করে নতুন প্ল্যানও আনতে পারে এই দুই সংস্থা। এই পরীক্ষা সফল হলে আরও বেশ কয়েক বছর যৌথ কাজ করতে পারে ভারতী এয়ারটেল ও গুগল। আপাতত এয়ারটেলের ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করল গুগল। ওয়াকিবহাল মহলের মতে, ভারতীয় ডিজিটাল ব্যাবসায় গুগলের এই লগ্নি যথেষ্টই গুরুত্বপূর্ণ।