করোনার ওমিক্রন স্ট্রেইনের ধার একটু ভোঁতা হতেই ফের নয়া ‘নিওকোভ’ নিয়ে চর্চা শুরু গিয়েছে। সম্প্রতি চিনের কয়েক জন বিজ্ঞানী দক্ষিণ আফ্রিকার বাদুরের দেহে করোনার নয়া স্ট্রেইন ‘নিওকোভ’-এর সন্ধান পেয়েছেন। ওই বিজ্ঞানীদের দাবি, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সমস্ত স্ট্রেইনের মধ্যে সবথেকে মারাত্মক ‘নিওকোভ’। কারণ এর মারণক্ষমতা অন্যান্য সমস্ত স্ট্রেইনের চেয়ে বেশি।
যদিও এই বিষয়ে এখনই কোনও মতামত প্রকাশ করে নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু’র বিজ্ঞানীদের দাবি, এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। মানবদেহে ঘটা অধিকাংশ সংক্রমণের উৎসই প্রাণীকুল। তবে সমস্ত ভাইরাসই যে মানব শরীরের জন্য মারাত্মক হবে এমন কোনও নিশ্চয়তা নেই।