ফের দুর্ঘটনার শিকার একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। শনিবার সকালে গুজরাতের গান্ধীধাম থেকে পুরীগামী ট্রেনে আচমকাই আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দুবার স্টেশনের কাছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আতঙ্কে হুড়োহুড়ি পরে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। তার পাশেই থাকা এসি কামরাতেও ওই আগুন ছড়িয়ে যায়।
দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপদেই সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। কোনও যাত্রীই সেভাবে আহত হন নি। আপাতত আগুন লাগা দুটি কামরাকে বাদ দিয়ে বাকি ট্রেনটিকে পুরীর দিকে রওনা করার পরিকল্পনা চালানো হচ্ছে। কীভাবে প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়ে পড়ল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।