Sambad Samakal

Governor: ফের সংঘাত! রাজ্যের মুখ্য সচিবকে রাজভবনে তলব রাজ্যপালের

Jan 29, 2022 @ 12:30 pm
Governor: ফের সংঘাত! রাজ্যের মুখ্য সচিবকে রাজভবনে তলব রাজ্যপালের

রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের সংঘাত নতুন নয়। প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালের কড়া সমালোচনার জবাব দিয়েছে রাজ্যের শাসক দলও। এই সংঘাতের আবহেই ফের রাজ্যের মুখ্য সচিবকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সকালে টুইট করে রাজ্যপাল নিজেই এই সংবাদ প্রকাশ করেছেন।

সোমবার সকাল ১১টার সময় মুখ্য সচিবকে রাজভবনে আসতে বলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই সহ বিভিন্ন স্থানে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জবাব তলব করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও এই ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু প্রতিবারই বৈঠক এড়িয়ে গিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্য সচিব আদৌ রাজভবনে উপস্থিত হন কিনা সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *