করোনা সংক্রমণ নিয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। শুক্রবারের তুলনায় শনিবার তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তবে এখনও সম্পূর্ণ সংকটমুক্ত নন তিনি। চিকিৎসকদের কড়া নজরদারিতে জেনারেল কোভিড বেডেই রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, মাঝে মাঝে কিছুটা অক্সিজেন দেওয়া হচ্ছে। আপাতত কোভিড সংক্রমণ কমানোই চিকিৎসকদের মূল লক্ষ্য। হৃদযন্ত্রের সমস্যা ও ফুসফুসের সংক্রমণ কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে ‘গীতশ্রী’কে। কোভিড মুক্ত হলেই তাঁর কোমরের চোটের চিকিৎসা শুরু করা হবে। ফলে বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও এখনও সম্পূর্ণ বিপদমুক্ত হন সন্ধ্যা মুখোপাধ্যায়।