নিরাপত্তা বাহিনীর জোড়া এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে খতম হল এক জইশ কমান্ডার সহ পাঁচ জঙ্গি। রবিবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে পুলওয়ামা এবং বুদগামে অভিযান চালিয়ে এই সাফল্যের কথা জানানো হয়।
এদিন সকালে টুইট করে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, “গত ১২ ঘণ্টায় দু’টি পৃথক অভিযানে খতম হয়েছে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ৫ জঙ্গি। অভিযানে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং একজন পাক জঙ্গি। “
উল্লেখ্য, শনিবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলওয়ামাতে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। কিন্তু, আচমকা সুরক্ষা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। তাদের জবাব দিতে পালটা গুলি চালান সুরক্ষাবাহিনীর সদস্যরাও। খতম হয়েছে ৪ জঙ্গি। জঙ্গি ডেরা থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে। এলাকায় চিরুনি তল্লাশি চলছে।
অন্যদিকে, শনিবার বুধগ্রামে সুরক্ষাবাহিনীর অভিযানে খতম হয়েছে লস্কর ই তৈবার এক জঙ্গি। সংশ্লিষ্ট জঙ্গি ডেরা থেকে AK56 রাইফেল উদ্ধার হয়েছে।