চলতি বছরের আইপিএল ভারতের মাটিতে হতে চলেছে এমন জল্পনা চলছিলই। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, প্রাথমিক ভাবে দেশের দুই রাজ্যে এই মেগা-টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আইপিএল হতে পারে মহারাষ্ট্র ও গুজরাতে। মহারাষ্ট্রে লিগ পর্যায়ের ম্যাচগুলো আর গুজরাতে নক-আউট পর্যায়ের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে।
কোনও কারণে দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হতে পারে। এছাড়াও বিসিসিআই-এর নির্ভরযোগ্য সূত্রের খবর, ভারতে খেলা হলে মাঠে ২৫ শতাংশ দর্শকদের খেলা দেখার সুযোগ দেওয়া হবে। ফলে করোনা আবহে দেশের মাটিতে আইপিএল দেখার সুযোগ পাওয়ার জন্য কার্যত মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমী জনতা।