Sambad Samakal

IPL: ভারতেই হচ্ছে আইপিএল! কোন রাজ্যে হবে মেগা-টুর্নামেন্ট?

Jan 30, 2022 @ 5:59 pm
IPL: ভারতেই হচ্ছে আইপিএল! কোন রাজ্যে হবে মেগা-টুর্নামেন্ট?

চলতি বছরের আইপিএল ভারতের মাটিতে হতে চলেছে এমন জল্পনা চলছিলই। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, প্রাথমিক ভাবে দেশের দুই রাজ্যে এই মেগা-টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আইপিএল হতে পারে মহারাষ্ট্র ও গুজরাতে। মহারাষ্ট্রে লিগ পর্যায়ের ম্যাচগুলো আর গুজরাতে নক-আউট পর্যায়ের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে।

কোনও কারণে দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হতে পারে। এছাড়াও বিসিসিআই-এর নির্ভরযোগ্য সূত্রের খবর, ভারতে খেলা হলে মাঠে ২৫ শতাংশ দর্শকদের খেলা দেখার সুযোগ দেওয়া হবে। ফলে করোনা আবহে দেশের মাটিতে আইপিএল দেখার সুযোগ পাওয়ার জন্য কার্যত মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমী জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *