Sambad Samakal

Covid: কমল নাইট কার্ফুর সময়, ছাড় বহু ক্ষেত্রে

Jan 31, 2022 @ 5:52 pm
Covid: কমল নাইট কার্ফুর সময়, ছাড় বহু ক্ষেত্রে

সোমবার নবান্ন থেকে রাজ্যের নয়া কোভিড বিধি জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে বাংলায়। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নয়া বিধিনিষেধ বলবৎ থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের নয়া কোভিড বিধি।

১) ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খুলছে। কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।

২) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হবে ‘পাড়ায় শিক্ষালয়ে’।

৩) যে কোন রাজনৈতিক জমায়েত, মিটিং-মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে।

৪) সমস্ত অফিসে ৭৫ শতাংশ কর্মী কাজে যোগ দিতে পারবেন।

৫) সুইমিং পুল, রেস্তোরাঁয় ৭৫ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন।

৬) রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত পার্ক ও পর্যটনকেন্দ্র।

৭) ক্রিড়াক্ষেত্রে ৭৫ শতাংশের উপস্থিতিতে ছাড়।

৮) কলকাতা-লন্ডন বিমান চলবে। তবে সমস্ত যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।

৯) কলকাতা-মুম্বই ও কলকাতা-দিল্লি বিমান পরিষেবা চলবে সপ্তাহে ৭ দিনই।

১০) বন্ধ থাকছে কলকাতা-বেঙ্গালুরু বিমান পরিষেবা।

১১) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *