সোমনাথ লাহা
তামিল, মালায়লাম, কানাড়া ছবির পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী তিনি। আল্লু অর্জুন ও বিজয় সেতুপতির সঙ্গে ‘মাস্টার’, রজনীকান্তের সঙ্গে ‘পেট্টা’, দুলকর সলমানের সঙ্গে ‘পাট্টাম পোলে’-তে কাজ করছেন মালবিকা মোহানন। বলিউডে পা রাখেন পরিচালক মাজিদ মাজিদির ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর হাত ধরে। তবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় উষ্ণতার ছোঁয়া। তার উত্তাপে ঘুম উড়ে যায় বহু পুরুষ হৃদয়ের। এবার রীতিমতো রঙিন সুইমস্যুটে ধরা দিলেন এই অভিনেত্রী। হালকা বেগুনি-সবুজ রঙের সুইমস্যুট পরিহিত মালবিকার বক্ষযুগলের খাঁজ সুস্পষ্ট। মেদহীন দেহ থেকে চুঁইয়ে পড়ছে যৌবন। আলসেমি ভাঙা পোজে যৌনতার হাতছানি। গলায় ঝুলছে গোল্ডেন চেন, তাতে রয়েছে একটি ফুলের নকশা করা লকেট। ছবির ক্যাপশনে মালবিকা লিখেছেন, “চ্যানেলিং মাই ইনার সিং স্পিরিট”। অর্থাৎ আমার অভ্যন্তরীণ সমুদ্র আত্মাকে চ্যানেলিং করছি।
মালবিকার এহেন পোস্টে প্রায় সাড়ে তিন লাখের উপর লাইকস ও প্রায় চার হাজারের কাছাকাছি কমেন্টস দিয়ে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।