চলতি বছরেই দেশে চালু হচ্ছে ৫জি ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার নিজের বাজেট বক্তৃতায় এমনটাই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টেলিকম ক্ষেত্রে আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যের কথাও ঘোষণা করেন তিনি। চলতি বছরেই ৫জি পরিষেবা শুরু করার জন্য স্প্রেকটাম ‘নিলামে’ তোলা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
নির্মলা জানিয়েছেন, দেশের শহরাঞ্চলের সঙ্গেই গ্রামাঞ্চলেও হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করছে সরকার। ৫জি পরিষেবা শুরু জন্য ইতিমধ্যেই দেশের একাধিক শহরকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। যার মধ্যে অন্যতম শহর কলকাতা।