Sambad Samakal

Bollywood: বাবা হলেন কুণাল কাপুর

Feb 1, 2022 @ 6:55 pm
Bollywood: বাবা হলেন কুণাল কাপুর

বাবা হলেন অভিনেতা কুণাল কাপুর। সোমবার কুণাল ও তাঁর স্ত্রী নয়না বচ্চনের একটি পুত্রসন্তান হয়েছে। এদিন‌ই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পুত্রসন্তান হ‌ওয়ার খবর জানিয়েছিলেন কুণাল স্বয়ং। পোস্টে লিখেছেন, “নয়না আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা এখন পুত্রসন্তানের গর্বিত বাবা-মা। ঈশ্বরকে অনেক ধন্যবাদ।”

তাঁদের পোস্টটিতে শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা বচ্চন, সোনালি বেন্দ্রে, সুজান খান। তবে সবচেয়ে মজা করে শুভেচ্ছা জানিয়েছেন হৃত্বিক রোশন। শুভেচ্ছাবার্তায় নিজেকে মামা প্লাস চাচু ‘মাচু’ বলে উল্লেখ করেছেন অভিনেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *