Sambad Samakal

Share Market: বাজেট ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার

Feb 1, 2022 @ 3:12 pm
Share Market: বাজেট ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার

মঙ্গলবার সকাল থেকেই চাঙ্গা ছিল শেয়ার বাজার। বিশেষ করে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার দর বাড়ছে হু হু করে। কেন্দ্রীয় বাজেটকে ঘিরে বিভিন্ন ধরনের প্রত্যাশা ছিল বাজারে। মঙ্গলবার দুপুরে দেখা যাচ্ছে, পেটিএম, আইআরসিটিসির শেয়ার দর অনেকটাই ঊর্ধ্বমুখী।

ধাতু ও ওষুধ নির্মাতা সংস্থাগুলোর শেয়ার দরও বেড়েছে অনেকটাই। তবে টিভিএস, মারুতি, হিরো মোটরসের মত কোম্পানিগুলোর শেয়ার দর পড়েছে। সকালেই ৬০০ পয়েন্ট চড়ে গিয়েছিল সেনসেক্স। বিভিন্ন ফিন্যান্স কোম্পানি ও বেসরকারি ব্যাঙ্কের শেয়ার দরও বাড়ছে লাগাতার। এই মুহূর্তে ৮৭৯.৬২ পয়েন্ট বেড়ে সেনসেক্স রয়েছে ৫৮ হাজার ৮৯৩.৭৯-এ। অন্যদিকে ২২৪.৭০ পয়েন্ট বেড়ে নিফটি রয়েছে ১৭ হাজার ৫৭৪.৫৫-এ। তাই বাজেটের পরে অনেকটাই স্বস্তিতে রয়েছেন শেয়ার বাজারের কারবারিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *