নানা টালবাহানার পর শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। বুধবার প্রাক উদ্বোধনী মশাল রিলে দৌড় শুরু হয়েছে বেইজিংয়ে। আশি বছরের প্রাক্তন স্প্রিন্টার রিলে দৌড় শুরু করেন। প্রায় ১০০০ মশালবাহক চিনের প্রাচীর থেকে মূল স্টেডিয়াম পর্যন্ত রিলে করে শুক্রবার মশাল পৌঁছে দেবেন। শুক্রবার শীতকালীন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন বেইজিংয়ে।
করোনা অতিমারীর আবহে শীতকালীন অলিম্পিক এক প্রকার অসম্ভব বলে মনে করা হচ্ছিল। সেখানে সব প্রতিকূলতাকে ঠেলে শুরু হচ্ছে ‘করোনার আতুর’ হিসেবে চিহ্নিত চিনে। বিপত্তি আয়োজন নিয়েও। শীতকালীন অলিম্পিকে বরফে স্কিয়িং সহ নানা ইভেন্ট আয়োজনে সমস্যা হচ্ছিল বরফের অভাবে। তাই আয়োজকেরা ইয়ানিক্যুয়িং পাহাড়ের ঢালে কৃত্রিম বরফের ব্যবস্থা করছেন এই ইভেন্টগুলির জন্য।