ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইকে গোটা ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে কোর্টের অনুমতি ছাড়া অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনও ধরনের কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। অনুব্রতকে আসানসোলে ডেকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নয়া নোটিশ দিতে হবে সিবিআইকে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের দাবি, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল।