Sambad Samakal

Chandrayan: কবে চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান তিন?

Feb 3, 2022 @ 5:07 pm
Chandrayan: কবে চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান তিন?

কবে চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-তিন? বৃহস্পতিবার সংসদে লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারত সরকারের মহাকাশ বিভাগ। চন্দ্রযান দুই-এর ব্যর্থতার পরে সকলেরই আগ্রহ রয়েছে চন্দ্রযান-তিনের অভিযান নিয়ে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি বছরের অগাস্ট মাসেই চন্দ্রযান-তিন চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চলতি বছরে ভারতের পক্ষ থেকে ৮টি লঞ্চ ভেহিক্যাল মিশন, ৭টি মহাকাশযান মিশন ও ৪টি প্রযুক্তি প্রদর্শনকারী মিশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চন্দ্রযান-তিন সম্পর্কে জানানো হয়েছে, নতুন চন্দ্রযানে ল্যান্ডার রোভার থাকবে। তবে কোন অরবিটার থাকবে না। সফল ভাবে চন্দ্রযান মিশনকে লক্ষ্যে পৌঁছে দেওয়াই এখন চ্যালেঞ্জ বিজ্ঞানীদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *