Sambad Samakal

Covid: ২ লক্ষের নীচে দৈনিক কোভিড সংক্রমণ, তবুও মৃত্যু ছাড়াল হাজারের গন্ডি!

Feb 3, 2022 @ 9:39 am
Covid: ২ লক্ষের নীচে দৈনিক কোভিড সংক্রমণ, তবুও মৃত্যু ছাড়াল হাজারের গন্ডি!

দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বর্তমানে অনেকটাই নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকালের তুলনায় এই সংখ্যা ৬.৮ শতাংশ বেশি। তবে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা লাগাতার কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। শেষ চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

একদিনে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১ জন। দেশের দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ১০.৯৯ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *