দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বর্তমানে অনেকটাই নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকালের তুলনায় এই সংখ্যা ৬.৮ শতাংশ বেশি। তবে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা লাগাতার কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। শেষ চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।
একদিনে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১ জন। দেশের দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ১০.৯৯ শতাংশ।