সরকারি অর্থ খরচের বিষয়ে বিভিন্ন দফতরকে আরও একবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে সাফ জানালেন, সরকারি টাকায় শুধুই মেলা করলে চলবে না, টাকা খরচ করতে হবে মানুষের প্রয়োজনে। এক কথায়, অপ্রয়োজনীয় অর্থ খরচে রাশ টানার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন দফতরকে মোট ৪ কোটি টাকা দিয়েছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি টাকা নিয়ে শুধু মেলার জন্য খরচ করালাম, এটা চলবে না। দফতরের কাজের খোঁজ রাখতে হবে। যাতে জনগনের কাজে লাগে এমন ভাবে টাকা ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রকল্পে যাঁরা প্রকৃত সাহায্য পাওয়ার যোগ্য, তাঁরাই যেন টাকাটা পান। অপ্রয়োজনীয় খরচে রাশ টানতে হবে। সরকারের টাকা যাতে বাঁচে, সেই ভাবে কাজ করতে হবে। অর্থ দফতর বা মুখ্য সচিবের অনুমোদন ছাড়া কোনও নতুন প্রকল্প নেওয়া যাবে না। যে প্রকল্পগুলো চলছে সেগুলোকে ভালো ভাবে শেষ করতে হবে।”
ওয়াকিবহাল মহলের মতে, বিভিন্ন সামাজিক প্রকল্প রূপায়ণে বিপুল আর্থিক বোঝা রয়েছে সরকারের ওপরে। তাই সরকারি দফতরে অর্থের অপচয় রোধ করে প্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করার জন্যই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।