ইঞ্জেকশনের সূঁচে ভয়! তাহলে আপনার জন্য সুখবর। ভারতে চলে এল জাইডাল-ক্যাডিলার সূঁচ বিহীন করোনা টিকা। ৩ ডোজের এই করোনা টিকা নেওয়ার জন্য প্রয়োজন হবে না কোনও সূঁচ ফোটানোর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেতেই সরবরাহ শুরু করল জাইডাস -ক্যাডিলা।
‘জাইকভ-ডি’ নামের এই করোনা টিকা দেওয়া হবে ফার্মাজেট ইনজেকটররের সাহায্যে। আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু রাজ্যেও সরবারহ শুরু হবে ‘জাইকভ-ডি’। প্রসঙ্গত, বিশ্বে প্রথম জাইডাস-ক্যাডিলাই সূঁচ না ফুটিয়ে করোনা টিকা দেওয়ার পদ্ধতি নিয়ে এসেছে।