দেশে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তবে এখনও উদ্বেগ বাড়াচ্ছে করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ কমেছে। তবে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জনের।
শেষ চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৯.২৭ শতাংশ।