Sambad Samakal

TMC: ধনকরের অপসারণ ইস্যুতে সংসদে তৃণমূলের পাশেই বাম-সমাজবাদী-আরজেডি

Feb 5, 2022 @ 4:23 pm
TMC: ধনকরের অপসারণ ইস্যুতে সংসদে তৃণমূলের পাশেই বাম-সমাজবাদী-আরজেডি

বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের অপসারণ দাবি করে শুক্রবার লোকসভার অধিবেশন থেকে ওয়াক-আউট করে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তামিলনাড়ুর রাজ্যপালকে অপসারণের দাবিও তোলে সে রাজ্যের শাসক দল ডিএমকে। রাজ্যপাল ইস্যুতে সংসদে অভূতপূর্ব বিরোধী ঐক্যের সাক্ষী থাকলেন সকলে। দেখা গেল বাম, সমাজবাদী পার্টি, আরজেডি সহ আরও অন্যান্য ছোট দলের সাংসদরাও তৃণমূলকে সমর্থন করে ওয়াক-আউট করল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে একাধিক রাজ্যের রাজ্যপাল সম্পর্কে অভিযোগ উঠে এসেছে। তবে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে জাতীয় স্তরেও সরব হয়েছে তৃণমূল। সংসদে রাজ্যপালের অপসারণের দাবি তুলে ধরেছে তারা। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপাল ইস্যুতে জাতীয় স্তরে বিরোধী ঐক্যকে হাতিয়ার করেই এগোতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *