রবিবার প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ইতিমধ্যেই তাঁর প্রয়াণে গোটা দেশে দু’দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে রাজ্যে। এর সঙ্গেই আাগামী ১৫ দিন গোটা রাজ্যজুড়ে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে।
মুম্বইয়ের শিল্পী হলেও অসংখ্য বাংলা গান গেয়েছেন লতা মঙ্গেশকর। স্বর্ণযুগের বিভিন্ন সিনেমায় তাঁর গানে লিপ দিয়েছেন উত্তম কুমার থেকে সুচিত্রা সেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।