আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর সহ রাজ্যের পুরসভার ভোটগ্রহণ। বিধানগরের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার প্রথম শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট। আগামী ৯ ফেব্রুয়ারি লিখিত আকারে রাজ্য ও কমিশনকে নিজেদের মতামত জমা দিতে হবে।
প্রসঙ্গত, বিধাননগরের পুরভোটের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। শুধু বিধাননগর নয় চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুর নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট রাজ্য ও কমিশনকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।