রবিবার সকালে সুরের জগৎ থেকে বিদায় নিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজী পার্কে রবিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার সকালে দেখা গেল, শিবাজী পার্কে লতার শেষকৃত্যের স্থানে মানুষের ঢল। দূর থেকে হাত জোর করে নীরবে শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন অনেকে। মহারাষ্ট্র সহ গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে লতা মঙ্গেশকরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।
অন্যদিকে মুম্বইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের স্মরণে একটি স্মারক তৈরির দাবি তুলল বিজেপি। বিজেপি বিধায়ক রাম কদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সোমবার সকালেই চিঠি দিয়ে স্মারক তৈরির আবেদন জানিয়েছেন।