উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলোশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি জিতুক, এমনটাই চান মমতা। সোমবার দু দিনের লখনউ সফরে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “সাংগঠনিক ভাবে ওদের জোর রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের নির্বাচনে প্রচার করার জন্য যাচ্ছি। অখিলেশ আগেও মুখ্যমন্ত্রী ছিল। আমরা একটা সিটেও প্রতিদ্বন্দিতা করছি না। তাও আমি চাই ওরা জিতুক। ওদের মানসিক ভাবে সমর্থন করতেই যাচ্ছি।”
এর সঙ্গেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাস্তবায়িত না হওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। তিনি বলেন, “একসঙ্গে সবাই এলে ভালো হত। যখন একটাও পাবে না, তখন অন্যের ভোট কেটে কী লাভ! আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওরা শোনে নি।”