সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই বড় ধাক্কা খেল বিজেপি। ইস্তফা দিলেন দুই বিজেপি বিধায়ক। বিধায়ক পদে ইস্তফা দেওয়া এই দু’জন হলেন সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। বিজেপি শিবির ছেড়ে তাঁরা ঘাসফুল ভিড়তে চলেছেন বলেও জল্পনা ছড়িয়েছে।
মন্ত্রিত্ব হারানোর পর থেকেই সুদীপ রায় বর্মন ক্রমাগত তোপ ফেগেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিজেপির প্রতীকে আর লড়বেন না। ফলে জল্পনা ছিলই। এবার সেই জল্পনা সত্যি করে ভোটের আগে ইস্তফা দিলেন বিধায়ক পদে। যা নিয়ে চর্চা তুঙ্গে।