Sambad Samakal

Paracetamol: মুঠোমুঠো প্যারাসিটামল খাওয়ার অভ্যেস! কী ক্ষতি হচ্ছে জানেন?

Feb 27, 2022 @ 6:42 am
Paracetamol: মুঠোমুঠো প্যারাসিটামল খাওয়ার অভ্যেস! কী ক্ষতি হচ্ছে জানেন?

সামান্য জ্বর বা সর্দি-কাশি হলেই ওষুধ খাওয়ার অভ্যেস থাকে অনেকের। আর সেক্ষেত্রে প্রথমেই মাথায় আসে প্যারাসিটামলের নাম। চিকিৎসকদের মতে, মুঠোমুঠো প্যারাসিটামল খেয়ে কিন্তু আপনার শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।

কী কী ক্ষতি হতে পারে? জেনে নিন একনজরে –

১) অতিরিক্ত প্যারাসিটামল খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

২) সামান্য কারণে প্যারাসিটামল খেলে বমি বমি ভাব, বমি, ত্বকের একাধিক সমস্যা দেখা দিতে পারে।

৩) মাত্রাতিরিক্ত প্যারাসিটামল হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

৪) প্যারাসিটামল অতিরিক্ত পরিমাণে খেলে কিডনির ওপরে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।

৫) যাঁদের লিভারের সমস্যা রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল খাবেন না। কারণ, অতিরিক্ত প্যারাসিটামল সেবন লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *