Sambad Samakal

Municipal Election: রাজভবনে নির্বাচন কমিশনার, কী বললেন রাজ্যপাল?

Feb 28, 2022 @ 5:24 pm
Municipal Election: রাজভবনে নির্বাচন কমিশনার, কী বললেন রাজ্যপাল?

রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনে লাগামহীন সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর ৩টে নাগাদ রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকর। কমিশন সূত্রে খবর, এদিন রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের মধ্যে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে।

সেই বৈঠকে রাজ্যপাল দাবি করেছেন, যেখানে যেখানে সন্ত্রাসের অভিযোগ উঠেছে, সেই সমস্ত এলাকায় পুর্ননির্বাচন করানো হোক। এছাড়াও সূত্রের খবর, রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, কেন ইভিএম ভাঙচুরের মত ঘটনা ঘটল, কেনই বা প্রার্থীরা আক্রান্ত হলেন?

যদিও রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস পুর্ননির্বাচনের বিষয়ে সরাসরি কোনও ধরনের সম্মতি দেন নি বলেই খবর সূত্রের। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যপালকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে পাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই পুর্ননির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের কোথাও পুর্ননির্বাচন করানোর ভাবনা নেই তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *