Sambad Samakal

Visva Bharati: ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

Feb 28, 2022 @ 2:14 pm
Visva Bharati: ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

অনলাইন পরীক্ষা সহ একগুচ্ছ দাবিতে সোমবার সকাল থেকে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এদিন সকালে বিশ্বভারতী অচল করার ডাক দিয়ে আন্দোলনে নামে ছাত্ররা। তাঁদের দাবি, অবিলম্বে হস্টেল খুলতে হবে, অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে।

বিক্ষোভরত পড়ুয়ারা পাঠ ভবনে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা প্রথমে বাধা দেন। প্রথমে বচসা, পরে ধস্তাধস্তি হয়। এরপরই পাঠভবনের গেট টপকে পড়ুয়ারা ভিতরে ঢুকে যান। উপাচার্যের নামে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। দিতে থাকেন তাঁরা। পাঠভবনে তখন নবম শ্রেণির ক্লাস চলছিল । সেই ক্লাস বন্ধ করে বিক্ষোভকারীরা ক্লাস নাইনের পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়। পাঠভবনের বিভিন্ন অফিস জোর করে বন্ধ করতে গেলে বিশ্বভারতীর আধিকারিকদের সঙ্গে পড়ুয়াদের তুমুল বচসা হয়। বেশ কিছুক্ষণ ধরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্র ছাত্রীদের। বিশ্বভারতীতে সমস্ত ছাত্র সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে। ফলে দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারী ছাত্ররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *