Sambad Samakal

SSKM: সফল অস্ত্রোপচারে শ্বাসনালী থেকে কুলের বীজ বের করে একরত্তির জীবন বাঁচাল এসএসকেএম

Mar 13, 2022 @ 6:12 pm
SSKM: সফল অস্ত্রোপচারে শ্বাসনালী থেকে কুলের বীজ বের করে একরত্তির জীবন বাঁচাল এসএসকেএম

এক সপ্তাহ ধরে এক বছরের শিশুর শ্বাসনালিতে আটকে গিয়েছিল কুলের বীজ। সফল অস্ত্রোপচারে সেই বীজ বের করে একরত্তির জীবন বাঁচলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিলিগুড়ির অঙ্কিতা বর্মন। বয়স মাত্র ১ বছর ১ মাস। প্রথমে চিকিৎসকরা শ্বাসকষ্টের কারণ বুঝতে পারছিলেন না। এরপর সিটি স্ক্যানে দেখা যায়, অঙ্কিতার ডানদিকের শ্বাসনালীতে কিছু একটা আটকে রয়েছে। তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। শনিবার এসএসকেএমের জরুরি বিভাগে ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, শ্বাসনালীতে আটকে রয়েছে কুলের বীজ। তারপরেই অস্ত্রোপচার করে সেই কুলের বীজ বের কড়া হয়। রবিবার শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *