Sambad Samakal

Sankha Ghosh: জরুরি অবস্থার সময়েও অকুতোভয় কবি শঙ্খ ঘোষ

Apr 21, 2022 @ 4:23 pm
Sankha Ghosh: জরুরি অবস্থার সময়েও অকুতোভয় কবি শঙ্খ ঘোষ

১৯৭৫ সাল। ভারতের প্রধানমন্ত্রীর আসনে তখন ক্ষমতাসীন ইন্দিরা গান্ধী। দেশে জারি রয়েছে জরুরি অবস্থা। সাংবাদিক থেকে সাহিত্যিক সকলের কলমের ওপরেই নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে। এই কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল কবি শঙ্খ ঘোষকেও। সম্পাদক সাগরময় ঘোষের অনুরোধে সেবার ‘দেশ’ পত্রিকার জন্য একটি লেখা পাঠিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে খবর এল সেই কবিতাটি পত্রিকায় চাপা যাবে না। কারণ তাতে সরকার বিরোধী কথা লেখা হয়েছে।

লজ্জিতভাবেই শঙ্খ বাবুর কাছ থেকে অন্য একটি লেখা চেয়েছিলেন সম্পাদক। শান্তভাবে কবি শঙ্খ ঘোষ জানিয়ে দিয়েছিলেন, সেই সময়ে তাঁর লেখা সব কবিতাতেই সরকার বিরোধী কথা রয়েছে। ফলে নতুন কবিতা তিনি দিতে পারবেন না। অন্য পত্রিকাদের উদ্দেশ্যেও তাঁর শর্ত ছিল, ঝুঁকি নিয়ে কবিতা ছাপা হলে তবেই কবিতা দেবেন তিনি। এই শর্ত মেনে এগিয়ে এসেছিল সেই সময়েই বেশ কিছু তুলনামূলক ভাবে ছোট পত্রিকা। শেষ পর্যন্ত লেখা ছাপার জন্য কবি বা সম্পাদক কাউকেই হাজতবাস করতে হয় নি। কঠিন সময়েও কবি শঙ্খ ঘোষ যেন শিখিয়ে গিয়েছিলেন কবিকে সৎ থাকতে হয় তার নিজের লেখার কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *