Sambad Samakal

ISKON: অক্ষয়-তৃতীয়ার দিন বিশেষ ‘চন্দন যাত্রা’ উৎসব মায়পুর ইস্কনে

Apr 29, 2022 @ 6:39 pm
ISKON: অক্ষয়-তৃতীয়ার দিন বিশেষ ‘চন্দন যাত্রা’ উৎসব মায়পুর ইস্কনে

বৈশাখ মাসের শুক্ল তৃতীয়ায় মায়াপুর ইস্কনে আয়োজিত হতে চলেছে বিশেষ ‘চন্দন যাত্রা’র। দীর্ঘদিন ধরেই অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ উৎসবের প্রচলন রয়েছে ইস্কনে। চলতি বচরের ৪ মে বুধবার থেকে এই উৎসব শুরু হয়ে চলবে ২১ পর্যন্ত। শুধু মায়াপুরে নয় বিশ্বব্যাপী সমস্ত ইস্কনের মন্দিরেই এই উৎসব পালিত হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে।

মায়াপুর ইস্কনের জন সংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, ওই দিন রাধা মাধবকে শোভাযাত্রা সহকারে সমাধি মন্দির পুষ্করিণীতে নিয়ে আসা হবে। সুসজ্জিত নৌকায় সলিল বিহার, আরতি, কীর্তন ও ভজনেরও ব্যবস্থা থাকবে। এই উৎসব উপলক্ষে দেশ-বিদেশেী বহু ভক্তদের সমাগম হবে মায়াপুরের ইস্কন মন্দিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *