Sambad Samakal

Crooked Forest: পোল্যান্ডের রহস্যময় ‘ক্রুকড ফরেস্ট’

Apr 30, 2022 @ 2:29 pm
Crooked Forest: পোল্যান্ডের রহস্যময় ‘ক্রুকড ফরেস্ট’

পোল্যান্ডের পশ্চিম পমেরেনিয়ার গ্রিফিন শহর। তার গা লাগোয়া ছোট্ট একটি অরণ্য। শীতের কুয়াশা ঘেরা সকালে সেখানে গেলেই গা ছমছম করে উঠবে। কোনও অলৌকিক শক্তির প্রভাবে যেন বেঁকে গিয়েছে সমস্ত গাছ। এই জঙ্গলের সমস্ত গাছের আকৃতিই অনেকটা উল্টো ‘১’ এর মতো। প্রতিটি গাছ গোড়ার কাছে মাটির সঙ্গে প্রায় সমান্তরালই বৃদ্ধি পেয়েছে।

তারপর ৯০ ডিগ্রি কোণে বেঁকে সোজা হয়েছে। এই অদ্ভুত কারণেই এই জঙ্গল পরিচিত ‘ক্রুকড ফরেস্ট’ হিসেবে। কিন্তু প্রায় চার শতাধিক গাছের এহেন পরিস্থিতির কারণ কী? গবেষণা বলছে ওই গাছগুলির বয়স কম করে ৯০ থেকে ১০০ বছর। জনশ্রুতি রয়েছে, কোনও এক বিশেষ মধ্যাকর্ষীয় ক্ষেত্রের কারভে এইরুপ আকার নিয়েছে পমেরেনিয়ার সমস্ত বৃক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *