Sambad Samakal

SSC: এসএসসিতে কত বাড়ছে শূন্য পদের সংখ্যা? কী জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী?

May 5, 2022 @ 5:27 pm
SSC: এসএসসিতে কত বাড়ছে শূন্য পদের সংখ্যা? কী জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী?

বৃহস্পতিবারই জানা গিয়েছে, এসএসসিতে নতুন করে ৬ বছর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এদিনই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন এসএসসিতে শূন্য পদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৫ হাজার ২৬১টি নতুন পোস্ট তৈরি করা হয়েছে। এছাড়াও শারীরশিক্ষা ও কর্মশিক্ষার ক্ষেত্রে যথাক্রমে ৮৫০ ও ৭৫০ জনকে নিয়োগ করা হবে।

এছাড়াও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত প্যানেলের মেয়াদই ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে এসএসসির চাকরি নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এমনকী আদালতে মামলাও চলছে বহুক্ষেত্রে। কিন্তু এর মধ্যেই আর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে চাইছে না রাজ্য সরকার। ইদের দিনই এসএসসির আন্দোলনকারীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *