Sambad Samakal

Josh App: লালপাড় সাদা শাড়িতে আটপৌরে স্টাইলে তৃণা

May 6, 2022 @ 12:29 am
Josh App: লালপাড় সাদা শাড়িতে আটপৌরে স্টাইলে তৃণা

সোমনাথ লাহা

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। স্টার জলসার মেগা ধারাবাহিক ‘খড়কুটো’-তে গুনগুন চরিত্রে তৃণার অভিনয় ইতিমধ্যেই মন জিতে নিয়েছে দর্শকদের। এখানেই শেষ নয়। সম্প্রতি দুটি বাংলা ছবিতেও কাজ করছেন অভিনেত্রী। একদিকে যেমন অরিন্দম শীলের নির্দেশনায় তৈরি ‘ইস্কাবনের বিবি’ -তে মুখ্য চরিত্রে রয়েছেন তৃণা, অপরদিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁকে দেখা যাবে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায়। চৈতন্যের অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে আবর্তিত এই ছবিতে শ্রীচৈতন্যের চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সবমিলিয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে তৃণার। এর মধ্যেই আবার অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রিল ভিভিওতে ‘ইশক ওয়ালা লাভ’ -এ রীতিমতো লাল পাড় সাদা শাড়ি আটপৌরে স্টাইলে পরেছেন তৃণা। সঙ্গে মুক্তোর গয়না, কপালে লাল টিপ,মাথায় বেল ফুলের মালা, একেবারে বাঙালিয়ানায় ভরপুর নায়িকা। তাহলে কি বলিউডে পা বাড়ালেন তৃণা! কারণ শুধু তৃণার ইনস্টাগ্রাম প্রোফাইলে নয়, সিদ্ধার্থ মালহোত্রার ইনস্টাগ্রাম প্রোফাইলেও দেখা মিলেছে তৃণার। এদিকে তৃণার আটপৌরে স্টাইলের সঙ্গে একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে। সাদা প্যান্ট, সঙ্গে সাদা টি-শার্ট ও লাল সাদায় টাই অ্যান্ড ডাই শার্ট পরেছেন সিদ্ধার্থ। স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগতেই পারে একসঙ্গে কীসের শুটিং করছেন দুজনে! আসলে জোশ অ্যাপের নতুন ক্যাম্পেন ‘হ্যাশট্যাগ রিয়েল হ্যায়’ -র জন্য‌ই একসঙ্গে দেখা যাবে তাঁদের। তৃণা ও সিদ্ধার্থের পাশাপাশি এই ক্যাম্পেন ভিডিওতে দেখা যাবে অভিনেত্রী হংসিকা মোত‌ওয়ানিকেও। এছাড়াও ভিডিওটিতে আদনান, বিশাল, ফায়জু, অখিল, ফয়েজের মতো কনটেন্ট ক্রিয়েটরদের‌ও দেখা মিলবে। আসলে নাচ, গান, অভিনয়, ফ্যাশন, ফিটনেস থেকে শুরু করে নানা ক্ষেত্রের প্রতিভাকে কুর্নিশ জানাতেই জোশ অ্যাপের এই নয়া ক্যাম্পেন। আর এই ভিডিওর শুটিংয়ের ফাঁকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রিল শুট করেছেন তৃণা। জোশ অ্যাপের ‘রিয়েল হ্যায়’ ক্যাম্পেনে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করে রীতিমতো উচ্ছ্বসিত তৃণা। তিনি বলেছেন, ” আজকের সময়ে দাঁড়িয়ে শিল্পী, কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদের প্রতিভাকে সকলের সামনে মেলে ধরার অনেকগুলো উপায় রয়েছে দেখে ভালো লাগছে। জোশ হল এইসমস্ত মানুষদের প্রতিভাকে মেলে ধরার অন্যতম সেরা প্ল্যাটফর্ম। জোশ ‘রিয়েল হ্যায়’-র এই ক্যাম্পেনের মাধ্যমে আর‌ও বেশি সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি অন্যান্য মানুষের কাছেও পৌঁছে যাবে, যারা ভবিষ্যতে ক্রিয়েটর হতে চান।” সিদ্ধার্থের সঙ্গে কাজ করার বিষয়ে তৃণা জানান, ” এটা একটা খুবই দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। সিদ্ধার্থ একাধারে একজন পেশাদার, এক‌ইসঙ্গে খুব ভালো একজন মানুষ। সর্বোপরি এই ক্যাম্পেনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ আনন্দিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *