Sambad Samakal

Deaflympics: নয়া ইতিহাস! বধিরদের অলিম্পিকে ব্যাডমিন্টনে সোনা ভারতের

May 16, 2022 @ 1:01 pm
Deaflympics: নয়া ইতিহাস! বধিরদের অলিম্পিকে ব্যাডমিন্টনে সোনা ভারতের

ফের বিদেশের মাটিতে রচিত হল নয়া ইতিহাস। ২০২২ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া বধিরদের অলিম্পিকসে এই প্রথম বার ব্যাডমিন্টনে সোনা জিতল ভারত। ফাইনালে জাপানকে হারিয়ে ব্যাডমিন্টনের টিম ইভেন্টে সোনা জিতে নিল ভারত। আর এই জয়ের নেপথ্যে রয়েছেন পাঞ্জাবের ভাতিন্দার মেয়ে শ্রেয়া শ্রিংলা।

শ্রেয়া জানিয়েছেন, এই ইভেন্টের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি ও তাঁর টিম। অবশেষে দেশকে এই সাফল্য এনে দিতে পেরে তিনি খুবই খুশি। চলতি বছরে ৬৫ জনের একটি দল ভারত থেকে ডেফলিম্পিক্সে গিয়েছিল। ইতিমধ্যেই ভারত মোট ১৭টি মেডেল জিতে নিয়েছে। যার মধ্যে রয়েছে ৮টি সোনার মেডেল, ১টি রুপো ও ৮টি ব্রোঞ্জের মেডেল। ডেলিম্পিক্সে ভারতের এই সাফল্য বিশেষ ভাবে সক্ষমদের জন্য ক্রিড়া জগতে এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মত অনেকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *