Sambad Samakal

Sugar Price: চিনির দামে লাগাম টানতে কড়া কেন্দ্র! বন্ধ হচ্ছে রফতানি

May 25, 2022 @ 5:21 pm
Sugar Price: চিনির দামে লাগাম টানতে কড়া কেন্দ্র! বন্ধ হচ্ছে রফতানি

পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়েই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে দেশীয় বাজারে চিনির দামে লাগাম পড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন থেকে চিনির রফতানির ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ভারতের বাজারে চিনির দাম যাতে লাগামছাড়া পর্যায়ে না পৌঁছতে পারে, তাই আগেভাগে এই সিদ্ধান্ত বলে খবর।

কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি বিদেশে রফতানি করা যাবে না। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে, চিনিকে সীমাবদ্ধ রফতানির বিভাগে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিনির রফতানির ওপরে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *