Sambad Samakal

Firhad Hakim: নজরুল মঞ্চে বন্ধ হচ্ছে কলেজের সমস্ত অনুষ্ঠান! কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

Jun 1, 2022 @ 4:40 pm
Firhad Hakim: নজরুল মঞ্চে বন্ধ হচ্ছে কলেজের সমস্ত অনুষ্ঠান! কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসে অকালে মৃত্যু হয়েছে বিশিষ্ট শিল্পী কে কে’র। এরপর থেকেই নজরুল মঞ্চের অনুষ্ঠান নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার তিনি জানান, “গতকাল নজরুল মঞ্চের পাঁচিল টপকে পড়ুয়ারা হলে ঢুকে পড়েছিল। ২ হাজারের যায়গায় ৭ হাজার লোক ঢুকলে স্বভাবতই এসি কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু কে কে’র মত জনপ্রিয় শিল্পীর গান যারা শুনতে এসেছেন, তাদের ওপরে’তো আর পুলিশ লাঠিচার্জ করতে পারে না!”

এরপরেই ফিরহাদ হাকিম বলেন, “কেএমডিএ ওই হলের অবস্থা খতিয়ে দেখেছে। আধিকারিকরা আমার কাছে বলেছেন যাতে, কলেজের কোনও অনুষ্ঠানের জন্য আর হল না দেওয়া হয়। কারণ ভিড় নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থাই নেয় না। হলের সিটের ওপর নাচানাচি করায়, সেগুলোও বারবার ভেঙে যায়। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, কে কে’র মৃত্যুর জন্য মঙ্গলবার নজরুল মঞ্চের ভেতরের পরিবেশকেই দায়ী করছেন অনেকে। ফলে আগামী দিনে এই বিষয়ে কেএমডিএ কী ব্যবস্থা নেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *