Sambad Samakal

CNG: দূষণ রোধে উদ্যোগ, প্রথম সিএনজি গ্যাস পাম্প উদ্বোধন পরিবহণ মন্ত্রীর

Jun 1, 2022 @ 6:50 pm
CNG: দূষণ রোধে উদ্যোগ, প্রথম সিএনজি গ্যাস পাম্প উদ্বোধন পরিবহণ মন্ত্রীর

দূষণ রোধে আরও একধাপ এগোল রাজ্য পরিবহণ দফতর। বুধবার কসবা ডিপোয় নতুন সিএনজি গ্যাস পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সিএনজি গ্যাস পাম্পগুলি থেকে প্রতি ঘণ্টায় অন্তত ১৫টি করে বাস জ্বালানি ভরতে পারবে।কলকাতা ও শহরতলিতে সিএনজি চালিত বাস পরিষেবা ইতিমধ্যেই শুরু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এদিন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এখন থেকে সরকারি-বেসরকারি বাস ও ব্যক্তিগত গাড়িও এই সিএনজি পাম্প থেকেই গ্যাস ভরতে পারবে। ইতিমধ্যেই বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড নামের একটি সংস্থার সঙ্গে মোট ৮টি সিএনজি গ্যাস স্টেশন তৈরি করতে চুক্তিবদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। যার মধ্যে এদিন প্রথম গ্যাস পাম্পটির উদ্বোধন হয়ে গেল। পরিবেশের কথা মাথায় রেখে বেসরকারি ডিজেল চালিত বাসগুলোকেও সিএনজি’তে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সেক্ষেত্রে এই গ্যাস পাম্পগুলি বিশেষ কার্যকরী হবে বলে আশা পরিবহণ দফতরের কর্তাদের।কসবা ছাড়াও আগামী দিনে হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি এবং করুণাময়ী ডিপোতে এই সিএনজি গ্যাস পাম্প তৈরি করবে বেঙ্গল গ্যাস কেম্পানি লিমিটেড। মোট সাড়ে ৩ কেটি টাকা এক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *