Sambad Samakal

Sourav Ganguly: দাদার গুগলিতে ফের ক্লিন বোল্ড ক্রিকেট বিশ্ব

Jun 1, 2022 @ 11:19 pm
Sourav Ganguly: দাদার গুগলিতে ফের ক্লিন বোল্ড ক্রিকেট বিশ্ব

গুগলিতে ফের বাজিমাত দাদার। একেবারে ক্লিন বোল্ড তামাম ক্রিকেট বিশ্ব থেকে শুরু করে রাজনৈতিক মহল। তাঁর রাজনীতি যোগ নিয়ে বিকেল থেকে চলা জল্পনায় জল ঢেলে অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই খোলসা করলেন জীবনের নতুন অধ্যায়ের রহস্য। জানিয়ে দিলেন, শিক্ষাক্ষেত্রে নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হতে চলেছেন তিনি। আর সেই সফরেই ক্রিকেটের মতোই পাশে চান সমস্ত শুভানুধ্যায়ীকে।বুধবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি টুইটে জল্পনার সূত্রপাত। যেখানে সৌরভ লিখেছিলেন, “২০২২ সালে আমার ক্রিকেটের ময়দানে পা রাখার ৩০ বছর পূর্ণ হচ্ছে। ১৯৯২ সালে আমি ক্রিকেটের ময়দানে পা রেখেছি। গত ৩০ বছরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ক্রিকেটের মাধ্যমেই আমি আপনাদের সমর্থন পেয়েছি। যাঁরা আমাকে এতদিন সমর্থন করেছেন আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি নতুন কিছু শুরু করতে চাই। আমি এমন কিছু করতে চাই, যেটা মানুষের উপকারে লাগবে।” এদিকে সৌরভের এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় গুজবে ছড়িয়ে পড়ে, তিনি বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন। মুষড়ে পরে ক্রিকেট বিশ্ব। কিন্তু পরে বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন, সৌরভ বিসিসিআই সভাপতির পদ ছাড়েননি। কিন্তু যে প্রশ্নটা থেকেই যায়, তা হল, নতুন অধ্যায় কী? দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগের জল্পনা চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার সত্যিই জল্পনাকে বাস্তব করে রাজনীতির আঙিনায় পা রাখছেন সৌরভ? কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তিনি, সে বিষয়েও শুরু হয়ে যায় জোর চর্চা। এরপর এদিন সন্ধ্যায় নিজেই যাবতীয় রহস্যের পর্দা সরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালায় নিজের অফিসের সামনে দাঁড়়িয়ে জানিয়ে দিলেন, বিসিসিআই থেকে পদত্যাগের প্রশ্ন নেই। তিনি একটি এডুকেশনাল অ্যাপ বাজারে আনছেন। এমনকী, তাঁর পোস্ট এমন ভাইরাল হওয়ায় অবাক কলকাতার মহারাজ। তিনি বলেন, “এমন একটি সাধারণ পোস্ট কীভাবে ভাইরাল হল, তাতে আমি নিজেও অবাক। শীঘ্রই একটি এডুকেশনাল বা শিক্ষামূলক অ্যাপ বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করতে চলেছে। এটা আমার নিজস্ব ভেঞ্চার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *