Sambad Samakal

HS Result: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানতে কী করবেন?

Jun 3, 2022 @ 2:33 pm
HS Result: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানতে কী করবেন?

মাধ্যমিকের ফল প্রকাশ হতেই বুকের ধুকপুকানি বাড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। কারণ, এর পরেই যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। আর শুক্রবারই ঘোষিত হয়ে গেল উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোনোর তারিখও। পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়ে দিল, আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। ফল প্রকাশের পরেই ওয়েবসাইট, এসএমএস ও মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। ১০ জুন সকাল ১১ টায় বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হবে ফলাফল। ফল জানা যাবে পারবেন পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইটে wbbse.wb.gov.in ও wbresults.nic.in – এ। এছাড়াও এসএমএস ও মোবাইল অ্যাপেও রেজাল্ট জানা যাবে। এবছর গত ২ এপ্রিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। শেষ হয় ২৭ এপ্রিল। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৫ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *