Sambad Samakal

Mamata: পুরীর আদলেই জগন্নাথ মন্দির দিঘায়

Jun 3, 2022 @ 7:46 pm
Mamata: পুরীর আদলেই জগন্নাথ মন্দির দিঘায়

পুরীর আদলেই এবার দিঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্মাণ কাজ। শুক্রবার কামারকুণ্ডতে উড়ালপুলের উদ্বোধন করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটনে দিঘার গুরুত্ব বাড়াতেই এই উদ্যোগ বলেও জানান মমতা।মুখ্যমন্ত্রী বলেন, জায়গার কারণে পুরীর জগন্নাথ মন্দিরের মতো অত বড় মন্দির নির্মাণ হয়তো সম্ভব হবে না। তবে ওই একই আদলে তৈরি হচ্ছে দিঘার মন্দির। তাঁর যুক্তি, পর্যটকদের বেশিরভাগই একটু মন্দির খোঁজেন, পুজো দিতে চান। এককথায়, সমুদ্র স্নানের পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরের যে বাড়তি আকর্ষণ, পর্যটনে দিঘার গুরুত্ব বাড়াতে সেই আকর্ষণকেই ধরতে চান মুখ্যমন্ত্রী।

এদিন সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটিতে পা রেখে নিজের আন্দোলনের কথাও মনে করেন তিনি। বলেন, ‘সিঙ্গুর আন্দোলনের সময় আমাদের মারতে মারতে বের করে দেওয়া হয়, আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল, সবাই দুর্গাপুজোর আনন্দে মেতেছিলেন, কিন্তু আমার তখন রক্তক্ষরণ হচ্ছিল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *