Sambad Samakal

Rail: ব্যান্ডেল শাখায় আরও একমাস ব্যাহত ট্রেন চলাচল, জানুন বাতিল ট্রেনের তালিকা

Jun 4, 2022 @ 3:19 pm
Rail: ব্যান্ডেল শাখায় আরও একমাস ব্যাহত ট্রেন চলাচল, জানুন বাতিল ট্রেনের তালিকা

ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইন সম্প্রসারণের কাজের কিছু অংশ এখনও বাকি রয়েছে। তাই বকেয়া কাজের জন্য এক মাস ব্যাহত হবে ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। শনিবার, ৪ জুলাই থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে ইএমইউ বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বাতিল করা হয়েছে বিশ্বভারতী এক্সপ্রেস, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন।এর আগে ঘোষণা করা হয়েছিল, দু’দিন পুরোপুরি বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *