Sambad Samakal

RMC: হাসপাতালে রক্ত অদলবদল! চাঞ্চল্যকর অভিযোগ রামপুরহাট মেডিক্যালে

Jun 5, 2022 @ 11:02 am
RMC: হাসপাতালে রক্ত অদলবদল! চাঞ্চল্যকর অভিযোগ রামপুরহাট মেডিক্যালে

হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসা চলছে দুই রোগীর। প্রয়োজন রক্তের। কিন্তু সেই রক্তই কিনা অদলবদল করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ও-পজিটিভ গ্রুপের রোগীকে দেওয়া হয়েছে বি-পজিটিভ রক্ত! আর বি-পজিটিভ রোগীকে দেওয়া হয়েছে ও-পজিটিভ রক্ত! বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। লিখিতভাবে হাসপাতালের সুপারের কাছে দায়ের হয়েছে অভিযোগ।

হাসপাতাল সূত্রে খবর, কাজলরেখা চক্রবর্তী ও আজমা বিবি, এই দুই রোগীরই রক্ত অদলবদল হয়ে গিয়েছে। এরপরেই তড়িঘড়ি দুই রোগীকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত তাঁরা সুস্থ আছেন বলেই খবর। তবে কী ভাবে এই মারাত্মক ভুল করলেন হাসপাতালে কর্মীরা, সেই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আভ্যন্তরিণ তদন্ত শুরু করেছে রামপুরহাট মেডিক্যাল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *